শাহরিয়ার খাঁন কৌশিক ॥
দেশের বাড়িতে বেড়াতে এসে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষিপুর ইউনিয়নের কোটরাবাদ গ্রামে ১৪ বছরের কিশোরীকে মুখ চাপা দিয়ে ধর্ষন করেছে এক লম্পট। ধর্ষনকারী সজীব গাজী(১৮)কে হাতে নাতে বাড়ির মানুষ ধরে ফেলায় তার বড় ভাই আরিফ(২২)চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ২ জনকে আহত করে ধর্ষনকারী সজীবকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় কিশোরীর মা আমেনা বেগম বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় আজ সোমবার রাতে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে।
জানা যায়, লক্ষিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কোটরাবাদ গ্রামের মেম্বার পদপার্থী মজিবুর রহমান খাঁনের মেয়ে দির্ঘ কয়েক বছর যাবত ঢাকা চক বাজার বড় ছেলে সুমন খাঁনের বাসায় থাকতো। গত ২ দিন পূর্বে চাচাতো ভাই আরিফের বিয়ের অনুষ্টানে বেড়াতে এসে। রবিবার রাত ৮ টায় কিশোরী ঘর থেকে বেড় হয়ে টয়লেটে যাওয়ার পথে পিছন থেকে পাশের বাড়ির বখাটে সজিব গাজি এসে তার মাখ চাপা দিয়ে গফুর মুন্সীর জায়গায় নিয়ে জোড় পূর্বক ধর্ষন করে। এ সময় কিশোরীর ডাকচিৎকারে বাড়ির মানুষ এসে ধর্ষনকারী সজীব গাজীকে হাতে নাতে ধরে ফেলে। এর কিছুক্ষন পর খবর পেয়ে সজীবকে ছাড়িয়ে দিতে বড় ভাই আরিফ(২২)চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে সুজন ও ভুট্টু কাজীকে কুপিয়ে জখম করে। এই ঘটনায় কিশোরীর মা আমেনা বেগম বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করার পর এসআই রাশেদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। পুলিশ আসার খবর পেয়ে আসামিরা পালিয়ে যায়। থানায় মামলা করায় আসামিরা ও তার বেনের জামাই সজল বাদিকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে কিশোরীর বড় ভাই সুমন জানায়।