মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভয়াশ্রম ঘোষণা করা সত্ত্বেও জেলেরা সরকারি বিধি নির্দেশনা না মেনে নদীতে মাছ শিকার করছে। চাঁদপুর কোস্টগার্ডের ধাওয়া খেয়ে নৌকা থেকে পড়ে পাখার সাথে লেগে সবুজ নামের এক জেলের পা কেটে গেছে ও শরীরে গুরুতর জখম হয়েছে। গুরুতর জখম অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা সবুজকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এনে জরুরি বিভাগে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুক্রবার রাত বারোটায় চাঁদপুর মেঘনা নদীতে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে নদীতে পড়ে জেলে আহত হওয়ার ঘটনা ঘটে। আহত সবুজ চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের সোলেমান গাজীর ছেলে। মা ইলিশ রক্ষা কোস্টগার্ড শাহরাস্তি এসিলেন্টকে সাথে নিয়ে নদীতে অভিযান চালায়। পরে এসিল্যান্ডের নির্দেশে কোস্টগার্ড-জেলে নৌকা ধাওয়া করলে নৌকা থেকে পড়ে গিয়ে জেলে সবুজ আহত হয়। এ ঘটনায় আহত অবস্থায় সবুজকে হাসপাতালে ফেলে রেখে প্রশাসনের লোক দায়িত্ব না নিয়ে চলে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার জানায়, কোস্টগার্ডের সদস্যরা জেলে সবুজকে আহত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে এনে ফেলে রেখে তারা একে একে সবাই হাসপাতাল থেকে পালিয়ে যায়। জেলে সবুজের একটি পা কেটে গেছে ও শরীরের পেছনে বাহুতে জেলে নৌকার পাখার সাথে লেগে গুরুতর জখম হয়েছে। তার ব্যাপক রক্তক্ষরণ হলে সে অজ্ঞান হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ, জানায়, শাহরাস্তি এসিলেন্টকে সাথে নিয়ে আমরা অভিযান করেছি। নৌকা থেকে পড়ে গিয়ে জেলে আহত হয়েছে। নদী থেকে আহত জেলেকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তবে এসিলেন্ট হাসপাতালে কর্তৃপক্ষের সাথে কথা বলেছে জেলের চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের দায়িত্ব যতটুকু ছিল ততটুকু পালন করেছি।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর কোস্টগার্ডের ধাওয়ায় মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে পাখার সাথে লেগে জেলের পা কর্তন ও শরীরে জখম,
আরও সংবাদ
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
ফেইক নিউজ! পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।
অনলাইন চাঁদপুর নিউজ যা www.chandpurnews.com এবং facebook.com/onlinechandpurnews এই দুটি লিংক হতে প্রচারিত হয়। যেখানে ফেসবুক এ... বিস্তারিত
শ্রমজীবীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করলেন চেয়ারম্যান…
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে বাবুরহাটের মতলব রোড ও চাঁদপুর... বিস্তারিত
ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে মারা গেলেন অটোচালক
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।