প্রতিনিধি =
চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে প্রায় কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়েছে। গতকাল ১৯ নভেম্বর মঙ্গলবার কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত মেঘনা নদীর মোহনপুর থেকে শুরু করে দক্ষিণে হিজলা পর্যন্ত বিশেষ বিশেষ স্থানগুলোতে এ অভিযান পরিচালনা করে।
এসময় নদী থেকে মাছ ধরার সময় জেলেদের কাছ থেকে প্রায় এক লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৮৫ লাখ ৫০ হাজার টাকা। কোস্ট গার্ড জানায়, এ অভিযান সবসময় অব্যাহত থাকবে। উল্লেখ্য, চাঁদপুর কোস্টগার্ড ইতিপূর্বে তাদের নিয়মিত অভিযানে চাঁদপুর নৌ-রুটে বিভিন্ন যাত্রীবাহি লঞ্চ থেকে বিপুল অংকের কারেন্ট জালের চালান আটক করতে সক্ষম হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।