শাহারিয়ার খান কৌশিক॥
চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাটে পিকআপভ্যান বোঝাই ১০ মন ঝাটকা আটক করেছে জেলা ট্রাস্কফোর্স। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা মৎস কর্মকর্তা শফিকুর রহমানের নির্দেশে মৎস জরিপ কর্মকর্তা কাইয়ুম তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঝাটকা মাছ আটক করা হয়। এসময় চাঁদপুর মডেল থানার এসআই অনুফ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযানে অংশ নেয়। জানা যায়, মার্চ এপ্রিল ২ মাস ঝাটকা নিধন,বিপনন, বহন করা সম্পূর্ন নিষিদ্ধ করেছে সরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু মৎস ব্যবসায়ীরা ঝাটকা ক্রয় করে এনে প্রকাশ্য দিবালকে বিপনন ও অনান্য জেলায় হরদম পাচার করে যাচ্ছে। তেমনি রবিবার একটি পাচারকারী চক্র হাজীগঞ্জ মাছ নেওয়ার উদ্দেশ্যে পিকআপ ভ্যানে মাছ বোঝাই করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে হাতেনাতে ১০ মন মাছ বোঝাই একটি পিকআপভ্যান আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয় গাড়ির চালক ও পাচারকারী চক্র পালিয়ে যায়। মাছগুলো জব্দ করার পর পিকআপভ্যান সহ সার্কিট হাউজে নিয়ে আসে। পরে নির্বাহী ম্যাজেষ্টেট লিটুস লরেঞ্জ চিরানের নির্দেশে শহরের বেশকটি এতিমখানা ও লিল্লাহ বোডিং মাছ গুলো বিতরন করে দেয়। এসময় পিকআপভ্যানে মাছ বহন করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।