রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলার ৮৭নং মহাদেবপুর গাছতলা হালে ৯০ নং ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় অজিউল্লাহ মুন্সি বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অজিউল্লাহ মুন্সি জানায়, গতকাল তাদের পৈত্রিক সম্পত্তির উপরে তারা সাইনবোর্ড লাগায়। বিকালে অজ্ঞাত কয়েকজন এসে সে সাইনবোর্ড খুলে ফেলতে আসে। এ সময় অজিউল্লাহের ছেলে রুবেল সহ বাড়ির লোকজন তাদেরকে বাঁধা দেয়। এতে করে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় রুবেল ও সীমা আক্তার রক্তাক্ত জখম হয়। আহতদের স্থাণীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে সীমা আক্তারের অবস্থা আশংকাজনক রয়েছে। এ বিষয়ে অজিউল্লাহ জানায়, এ সম্পত্তি তার পৈত্রিক সম্পত্তি। এর মধ্যে কিছু খরিদ সুত্রেও রয়েছে। তার পরিবারের লোকজনের উপর শাহজাহান গাজী গংরা কারনে অকারনে যে কোন সুত্র ধরেই হামলা চালায়। তিনি প্রশাসনের নিকট এ হামলাকারীদের শাস্তি দাবী করছেন। এদিকে এ ঘটনার বিষয়ে আব্দুল মালেক গাঝরি ছেলে মফিজ গাজী জানায়, তাদের এসম্পত্তি নিয়ে স্থানীয় শালীসিরা বৈঠক করে মিমাংশা করে দিবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু তারা কাউকে না জানিয়ে কেন সাইনবোর্ড লাগাতে গেল। আমরা তাদেরকে বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়। আমাদের পক্ষেরও শাহজাহান, হাফেজ, শুকুর সহ মোট ৩ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।