রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় বানরের হামলায় এক দর্জি শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম সাইফুল ইসলাম ২৪।
সে শহরের কালীবাড়ি শপথ চত্তর এলাকার ভূইয়া ম্যানসনের দ্বিতীয় তলার ময়ূরী ফ্যাশনের কর্মচারী বলে বলে জানা গেছে। রোববার রাত সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। বিদ্যু না থাকায় নিহত সাইফুল ৩ তলা ছাদে অবসর সময় পার করছিলো। এমন সময় বানর হামলা চালালে সে ছাদ থেকে নিচে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত: বলে ঘোষনা করে।
নিহত সাইফুল ইসলাম লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের সিরাজ মাঝির ছেলে। সে শহরের ময়ূরী ফ্যাশনে দর্জি শ্রমিকের কাজ করতো। সে গত ২ মাস ধরে এ ফ্যাশনে প্রোডাকশানে কাজ করছে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সে ঐ ময়ূরী ফ্যাসনের মালিকের গুয়াখোলা আবদুল করিম মঞ্জিলের দ্বিতীয় তলায় কারখানায় কাজ করতো। বিদ্যুৎ চলে গেলে সে ছাদে উঠে বাতাসে অবসর সময় পার করছিলো।
এদিকে চাঁদপুরে হঠাৎ বানরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। নিহত শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মডেল থানায় রাখা হয়েছে।