রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের আলোচিত গৃহবূধু জাকিয়া হত্যা মামলার প্রধান আসামি খায়ের মিয়াকে নবী নগর থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ । আজ ভোরে ব্রাক্ষèণবাড়িয়া জেলার নবীনগরের একটি মুরগীর খামার থেকে তাকে আটক করা হয় । খায়ের ওই মুরগীর খামারের কর্মচারী হিসেবে কাজ করতো। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাকিয়া হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কমকর্তা এস আই নিজাম উদ্দিন ভূঁইয়া । গত ১৫ ডিসেম্বর চাঁদপুর শহরের আলিম পাড়ার বাসা থেকে নিখোঁজ হন জাকিয়া । এরপর ১৩ জানুয়ারী ব্রাক্ষèণবাড়িয়া জেলার নবীনগরে একটি বিলে লাশ পাওয়া যায় তার । পরে মোবাইল ফোনের কল লিষ্টের সুুত্র ধরে খুনি খায়ের মিয়াকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ । মোবাইলে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে জাকিয়াকে চাঁদপুর থেকে নিজ এলাকা ব্রাক্ষèণবাড়িয়ার নবীনগরে নিয়ে খুুন করে দুই সন্তানের জনক খায়ের । আসামীকে আজ সকাল ১১টায় চাঁদপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।