চাঁদপুর: বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কমিটির চাঁদপুর জেলা শাখার পরিচিতি উপলক্ষে জেলা প্রশাসনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (৮ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান কে চাঁদপুর জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কমিটির পরিচিতি উপলক্ষে তাদের কে এই ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এর পূর্বে চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদকে ও কমিটির পক্ষ থেকে ফুলে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কমিটির চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রশিদ বেপারী, সাধারণ সম্পাদক নিত্যানন্দ সূত্রধর সাংগঠনিক সম্পাদক মোঃ আলম হোসেন দেওয়ান।
চাঁদপুর সদর থানা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ হাবিব দেওয়ান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক রাসেল গাজি প্রমুখ।
সংবাদদাতা/ চাঁদপুরনিউজ/এমএমএ/