শওকত আলী: ॥
যাত্রী সাধারনের ভ্রমনের সুবিধার্থে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে ২ টি বিশেষ যাত্রীবাহি ঈদ স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহন করেছে। যথা রিতি ঈদ পরবর্তী কর্মস্থলে যেতে
ঈদ স্পেশাল-১ও ২ চাঁদপুর- চট্রগ্রামের মধ্যে চলাচল করবে। চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট/পূর্ব এর কার্যালয় বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রাম হতে সারা দেশের ন্যায় চাঁদপুর- চট্রগ্রামের ট্রেন চলাচলের এ আদেশ চাঁদপুর স্টেশন মাস্টার বরাবর পাঠান। । ঈদের ২দিন পর থেকে আগামী ৭দিন পর্যন্ত ঈদ স্পেশাল-১- চাঁদপুর থেকে চট্রগ্রামের উর্দ্দেশে ছেড়ে যাবে ভোর রাত ৩টা ৪৫ মিনিটে,চট্রগ্রাম পৌছবে সকাল ৯টা ১৫মিনিটে।ঈদ স্পশাল-২ চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌছবে দুপুর ১২টায়। ঈদের পরের ২দিন থেকে ৭দিন পর্যন্ত ঈদ স্পেশাল ১ও২ এ রুটে চলাচল করবে। এ ছাড়া নিয়মিত চলাচলকারী আন্ত:নগর মেঘনা এক্রপ্রেস ভোর ৫টায় চাঁদপুর থেকে চট্রগ্রাম পৌছবে সকাল ১০টায়।