স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিন বালিয়া গ্রামের বেড়ি রাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক(২৬) এর নির্মহ মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর হাইমচর সড়কের দক্ষিন বালিয়া খাসের বাড়ির সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে মালবাহী ট্রাকের চাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু ঘটে। ঘটনার পরপরই চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। ঘটনার পরেই ঘাতক ট্রাক চালক ট্রাক রেখেই পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা-ড-৪২৯৪ চাপাতা বোঝাই একটি ট্রাক খুলনা যাওয়ার পথে চান্দ্রা ইউনিয়নের দক্ষিন বালিয়া দেওয়ান বাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রন হারিয়ে অজ্ঞাত যুবককে চাপা দেয়। ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবক ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনার পরই স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। পরে চান্দ্রা ইউনিয়নের সাবেক চেয়াম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশ লাশটি থানায় নিয়ে যায় ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। চাঁদপুর মডেল থানার এসআই হালিম জানায়, চান্দ্রায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হওয়ার ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ঘাতক ট্রাকটি জব্দ ও লাশটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্ত শেষে অজ্ঞাত যুবকের লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হলে তারা দাফন করে। ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।