স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে জাল ৩০ হাজার টাকা সহ আটক বাবা ভূয়া শেখা কবিরাজ, দু’ ছেলে ফারুক (৩৩), হাবিব(২৯) ও ফারুকের স্ত্রী বিথিকে আটকেরপর বৃহস্পতিবার আদালাতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ৩ নং কল্যানপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের ভুয়া শেখা কবিরাজের বাড়িতে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই খন্দকার ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জাল ৩০ হাজার টাকা, যৌন উত্তেজক ঔষধ, ভুয়া তাবিজ ও বিভিন্ন প্রকার মাদক সহ ৪জনকে আটক করতে সক্ষম হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কল্যানপুর ইউনিয়নের ৫নং কল্যান্দী গ্রামের ভুয়া শেখা কবিরাজ দির্ঘদিন যাবত তার বাড়িতে অবৈধ ভাবে ছোট ছোট পাকা রুম করে সেখানে রুগি দেখার নামে দেহ ব্যাবসা, মাদক ক্রয়-বিক্রয়, জাল টাকা পাচারসহ বিভিন্ন অবৈধ কাজ করে আসছিল। শেখা কবিরাজ ও তার ছেলের রয়েছে কয়েকটি সন্ত্রাসী বাহীনি। তাদের ব্যবহার করে সে এভাবে এই অবৈধ ব্যাবসা করে আসছিল। এলাকার কেউ প্রতিবাদ করলে তাদের শাররীক নির্যাতনের শিকার হতে হয়। তাই কেউ ভয়ে কথা বলতে সাহস পায় না।