চাঁদপুর জেলায় ২০১২ সালে জুনিয়র বৃত্তি পেয়েছে ৬৫৭ জন। এর মধ্যে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ২১০ জন। আর সাধারণ গ্রেডে পেয়েছে ৪৪৭ জন। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার এ বৃত্তির ফলাফল প্রকাশিত হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী উপজেলা ভিত্তিক বৃত্তির সংখ্যা হচ্ছে, চাঁদপুর সদর উপজেলায় টেলেন্টপুলে ৩৭ জন, সাধারণ গ্রেডে ৭৯ জন, ফরিদগঞ্জ উপজেলায় টেলেন্টপুলে ৩৩ জন, সাধারণ গ্রেডে ৭০ জন, হাইমচর উপজেলায় টেলেন্টপুলে ৬ জন, সাধারণ গ্রেডে ১৪ জন, হাজীগঞ্জ উপজেলায় টেলেন্টপুলে ২৯ জন, সাধারণ গ্রেডে ৬১ জন, কচুয়ায় টেলেন্টপুলে ৩১ জন, সাধারণ গ্রেডে ৬৬ জন, মতলব (দঃ) উপজেলায় টেলেন্টপুলে ১৮ জন, সাধারণ গ্রেডে ৩৮ জন, মতলব (উঃ) উপজেলায় টেলেন্টপুলে ৩৩ জন, সাধারণ গ্রেডে ৭১ জন, শাহরাস্তি উপজেলায় টেলেন্টপুলে ২৩ জন, সাধারণ গ্রেডে ৪৮ জন বৃত্তি লাভ করে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী জেলার শীর্ষ স্কুলগুলোর মধ্যে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১৩ জন, সাধারণ গ্রেডে ২৪ জন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ১৩ জন, সাধারণ গ্রেডে ২৮ জন, আল আমিন একাডেমী টেলেন্টপুলে ১১ জন, সাধারণ গ্রেডে ২০ জন ,মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলে ৮জন ও সাধারন গ্রেডে ১৭ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে, ।