করোনা সংক্রমণ প্রতিরোধে বিধি-নিষেধের কঠোর লকডাউনের তৃতীয় দিনে চাঁদপুর জেলায় স্বাস্থ্যবিধি না মানায় ১৪০ মামলায় ১৪০জনকে ৮৮ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমান আদালত।
রোববার (২৫ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
চাঁদপুর জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও বাজার এবং উপজেলার সদরের গুরুত্বপূর্ণ স্থানে এসব ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিউিটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।