শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর জেলা ও দায়রা জজ জনাব মোঃ মফিজুল ইসলামের বিরুদ্ধে জাতীয় কয়েকটি পত্রিকায় বিভ্রান্তিমূলক মিথ্যা ও ভিত্তিহীন যে সংবাদ প্রকাশিত হয়েছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নৃতিবৃন্দরা। আজ সোমবার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন এর স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে। জেলা ও দায়রা জজ মোঃ মফিজুল ইসলাম সম্পর্কে গত ০৫-১১-২০১৫ইং তারিখে দৈনিক যুগান্তর, গত ০৭-১১-২০১৫ইং তারিখে ডি ডেলি ষ্টার এবং গত ১০-১১-২০১৫ইং তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে চাঁদপুরের বিজ্ঞ দায়রা জজ কর্তৃক দায়রা ৩২৫/২০১৪ইং মামলা এক আদেশের প্রেক্ষিতে তাহাকে জড়াইয়া নীতি বহিভূত ফোনালাপ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। চাঁদপুর জেলা আইনজীবী সমিতি বিশ্বাস করে উক্ত অভিযোগ উদ্দ্যেশ প্রনোদিত, মিথ্যা, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক ও সত্যের অপলাপ। কারন তাঁহার অত্র জজ শিপে দুই বছর কার্যকাল পর্যবেক্ষনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি তাহাকে সৎ, দক্ষ ও নিষ্ঠাবান বিচারক হিসেবে পেয়েছে। তাহার বিচারতি কর্মকান্ডে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সকল বিজ্ঞ সদস্য সহ বিচার প্রার্থী জনগণ সন্তুষ্ট। চাঁদপুর জেলা আইনজীবী সমিতি আরো মনে করে যে, বিচারাধীন মামলা সম্পর্কে এ ধরনের সংবাদ প্রচার উহার বিচারে প্রভাব ফেলতে পারে। সংবাদটি সংশ্লিষ্ট নিষ্ঠাভান বিচারক ও বিচার বিভাগের জন্য মর্যাদাহানীকর ও ন্যায় নীতি প্রতিষ্ঠায় বাধা স্বরূপ। স্বাধীন বিচার বিভাগের ভাবমুর্তি সমুন্নত রাখার স্বার্থে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি উক্ত উদ্দেশ্য মূলক ও মানহানী কর সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপিটি ১। মহামান্য রাষ্টপতির একান্ত সচিব বঙ্গভবন ঢাকা, ২। মহামান্য প্রধান বিচারপতি বাংলাদেশের সুপ্রিন কোর্ট ঢাকা, ৩। মাননীয় মন্ত্রী, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ৪। সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ৫। রেজিষ্টার জেনারেল, বাংলাদেশ সুপ্রিন কোর্ট, ঢাকা ৬। সম্পাদক দৈনিক যুগান্তর, দি ডেলি ষ্টার ও দৈনিক জনকণ্ঠ বরাবর অনুলিপিটি প্রদান করা হয়।