মিজান লিটন
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, ২ লাখ ৫০ হাজার কোটি টাকার যে বাজেট প্রণয়ন করা হয়েছে তা উচ্চাভিলাষী নয়, বাস্তবমুখী বাজেট। অতিদরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কল্যাণে এ বাজেট ধরা হয়েছে। যার মধ্যে পদ্মা সেতু রয়েছে। যতই ষড়যন্ত্র বা ব্যাঘাত সৃষ্টি করা হোক না কেনো, বাজেট বাস্তবায়িত হবেই। তিনি গতকাল ১২ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় এ কথা বলেন। মায়া চৌধুরী তাঁর বক্তব্যে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের কল্যাণে সেবা পৌঁছে দিতে তৃণমূল পর্যায় থেকে প্রশাসন, উন্নয়ন ও সেবা সংস্থা এবং জনপ্রতিনিধিদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা অন্য ১০টি জেলার চেয়ে সন্তোষজনক দাবি করে জেলার অপরাধ প্রবণতা কীভাবে শূন্যের কোটায় নামিয়ে আনা যায় সেজন্যে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করারও পরামর্শ দিয়ে মাদক বিষয়ে বলেন, কারো শেল্টার ছাড়া মাদক ক্রয়-বিক্রয় চলতে পারে না। তিনি ওই জায়গায় হাত দেয়ার কথা বলেন। মন্ত্রী টিআর, কাবিখা, ভিজিএফ সহ বিভিন্ন প্রকল্পে গরিব মানুষ যাতে উপকৃত হয়, তাদের হক কেউ যাতে মেরে না খায় এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে আরও বেশি যত্নবান হবার নির্দেশ দেন। আগুনে পুড়ে, নদী ভাঙ্গনে, ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের তালিকা প্রণয়ন করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে মন্ত্রী তাঁর মন্ত্রণালয় থেকে ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তায় বন্দোবস্ত প্রদানের আশ্বাস দেন। মন্ত্রী মায়া চৌধুরী চাঁদপুরের উন্নয়নে এবং সমস্যা সমাধানে সকলকে দায়িত্বশীল হবার এবং দোষগুলোকে সংশোধন করে জনকল্যাণে কাজ করার পরামর্শ দেন।
জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনের সভাপ্রধানে আরো বক্তব্য রাখেন জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, পুলিশ সুপার মোঃ আমির জাফর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নূরী। উন্মুক্ত আলোচনায় সমস্যা সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী প্রকৌশলী, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান, মতলব পৌরসভা ও ছেঙ্গারচর পৌরসভার মেয়র, মতলব থানার অফিসার ইনচার্জ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রমুখ।
আলোচনায় ভূমি, বালুদস্যুতা, বিদ্যুৎ সমস্যা, অবৈধ স্থাপনা, রাস্তা প্রশস্তকরণ, মাদক, সাম্প্রতিক কয়েকটি খুনের ঘটনা সহ বিভিন্ন বিষয়ে সভায় তুলে ধরা হয়। সভার প্রধান অতিথি মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সমস্যাগুলো সমাধানে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সভায় জেলা-উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি দু মতলবকে আলাদা করে না দেখে চাঁদপুরের উন্নয়নে সমান এবং সুষম বণ্টন দৃষ্টিতে দেখার অভিপ্রায় ব্যক্ত করেন এবং কমিটি নতুন করে করার পরামর্শ দেন।