স্টাফ রিপোর্টার:
আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে ডাকা হয়েছিল। আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে মাত্র এসে পৌছলাম। ২৭ জানুয়ারী সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে প্রায় নিশ্চিত করা হয়। এছাড়া অন্যান্য অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন বলেও নিশ্চিত করা হয়। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সম্মেলন উপলক্ষে ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের একটি অংশ হচ্ছে ছাত্রলীগ। এ সম্মেলন শুধু জেলা আওয়ামীলীগের নয়, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরই। সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে সকলেরই ভূমিকা ও দায়িত্বের প্রয়োজন। কারন সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কে সম্মেলনের মাধ্যমে চাঁদপুরের জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ঐক্য সম্পর্কে ধারনা দেওয়ার জন্য সকলে কাজ করবেন বলে আমি বিশ^াস করি।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিল্লাল আখন্দ, প্রচার সম্পাদক সন্তুষ দাস, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য শহিদ মাষ্টার, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ মোতালব, সহ-সভাপতি আরাফাত বেপারী, মাহবুব রহমান পাটওয়ারী, সুমন ঢালী, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পারভেজসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।