শওকত আলী.
১১ বছর পর চাঁদপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষাণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি পদে চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালকে ঘোষণা করা হয়।
আজ বুধাবার বিকেলে সম্মেলন শেষে কাউন্সিল ছাড়াই দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কমিটি ঘোষণা দেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) এ বিএম তাজুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।
সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
উল্লেখ্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ প্রার্থী ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদটিপু, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
সাধারণ সম্পাদক পদে চাঁদপুর শহরের সাতানি পাটওয়ারী বাড়ির তিন প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ওচমান গনি পাটওয়ারী, তার চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী ও শামসুল হক পাটওয়ারী। একই পদে অন্য প্রার্থীরা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও আহসান উল্লা আখন্দ, সহ-সভাপতি ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক জিল্লুর রহমান ও জেলা বিএমএর সভাপতি হারুনুর রশিদ।