চাঁদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হচ্ছে !
আ’লীগের সম্মেলনে জেলা থেকে যোগ দেবেন ১০৮ জন ডেলিগেট
শওকত আলী ঃ
আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে চাঁদপুর জেলা থেকে ১শ’ ৮জন ডেলিগেট যোগ দেবেন। এছাড়া সম্মেলনের দ্বিতীয় অধিবেশন তথা কাউন্সিল অধিবেশনে চাঁদপুর জেলার পক্ষ থেকে যোগ দেবেন নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলররা। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। গতকাল শুক্রবার তাঁর সাথে যোগাযোগ করলে তিনি ডেলিগেটের এ সংখ্যাটি নিশ্চিত করেন। এদিকে কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে চাঁদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে কাউন্সিলরদের তালিকা পাঠাতে হবে, সে জন্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করাটা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। জানা গেছে, পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ৭১ সদস্য বিশিষ্ট। এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত ২৭ জানুয়ারি ২০১৬ তারিখে সম্মেলনের মাধ্যমে নির্ধারণ হয়ে যায়। সেদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক পদে বিগত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের নাম সম্মেলন মঞ্চে ঘোষণা করেন।
এদিকে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির রূপ কেমন হতে পারে সে বিষয়ে দলের বিভিন্ন সূত্র থেকে নানা আভাস পাওয়া গেছে। জানা গেছে, বিগত কমিটিতে যারা ছিলেন তাদের তেমন কেউই বাদ পড়ছেন না। তবে পদ-পদবী রদবদল হতে পারে। আর বিগত কমিটিতে ছিলেন এমন প্রায় ১০ জনের মতো মৃত্যুবরণ করেছেন। তাই নতুনমুখ প্রায় ১০ জনের মতো বর্তমান কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানা গেছে।