স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলা প্রশাসনে ৯জন নবাগত ম্যাজিস্ট্রেট যোগদান
করেছেন । এরা হলেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন,হ্যাপী দাস,উম্মে হাবিবা মিরা,সাইফুল ইসলাম, মো: মাইনুল হক,নারায়ন চন্দ্র পাল,মোঃ সাইফুর রহমান, নাজনীন সুলতানা,শেখ মেজবা-উল-সাবরিন । গত শনিবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট ) পদে একযোগে এরা যোগদান করেন । এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল জানান,চাঁদপুরে দীর্ঘদিন ম্যাজিস্ট্রেটের অনেক পদ শুন্য ছিল। এ জন্য প্রশাসনিক কাজ করতে হিমসিম খেতে হয়েছে । অবশেষে ৯জন ম্যাজিস্ট্রেট যোগদানের ফলে জেলা প্রশাসনে কাজের গতি আরো বহুগুন বেড়ে যাবে বলে আমি আশা করছি ।