যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এগ্রিয়ে যেতে পারলেই স্কুলের সকল সমস্যার সমাধান সম্ভব
—————- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন
সংবাদ বিজ্ঞপ্তি ঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি-সনাক, চাঁদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র আয়োজনে সকাল ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি কাজী শাহাদাত। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক চাঁদপুরের মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। সভার শুরুতে বিগত ২২ সেপ্টেম্বর ২০১৪ তারিখের মতবিনিময় সভার কার্যবিবরণী পাঠ করেন টিআইবি’র এসিস্টেন্ট ম্যানেজার মাসুদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এগ্রিয়ে যেতে পারলেই স্কুলের সকল সমস্যার সমাধান সম্ভব হবে। আমরা স্কুলের উন্নয়নের জন্য যদি চেষ্টা না করি তাহলে দায়বদ্ধতা থেকে যাবে। উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর তরপুরচন্ডী কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু কিছু সমস্যা রয়েছে, উক্ত সমস্যাগুলো সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সুশীল সমাজের ব্যক্তিবর্গের আন্তরিকতার ফলে প্রাথমিক শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তিনি উক্ত বিদ্যালয়গুলোতে আরও বেশী পরিমানে কাজ করার জন্য সনাকের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ূন কবির বলেন, প্রতি বছরই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ (স্কুল পর্যায়ে বাস্তবায়ন প্রকল্প) ফান্ডের আওতায় উন্নয়নের জন্য কিছু টাকা বরাদ্দ থাকে। বরাদ্দকৃত টাকা থেকে স্কুলের ছোটখাট কিছু সমস্যার সমাধান করা সম্ভব। স্কুলের উন্নয়নের জন্য এলাবাসীকে সম্পৃক্ত করার জন্য প্রধান শিক্ষদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম বলেন, একমাত্র মায়েদের সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ স্কুলে উপস্থিতি নিশ্চিত করা সম্ভব। ক্লাশে শতভাগ উপস্থিতি নিশ্চিত হলে শিক্ষার্থীদের পাশের হার বৃদ্ধি পাবে। তিনি ২মাস অন্তর অন্তর মা সমাবেশ করার জন্য অনুরোধ জানান। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রনোদণা সৃষ্টির জন্য শিক্ষা উপকরণ বিতরণ করার জন্যও সনাকের প্রতি অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, সনাক ও টিআইবি সবসময় প্রাথমিক শিক্ষার মানোন্নযনের জন্য কাজ করে থাকে। আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের প্রনোদণা সৃষ্টিতে কাজ করে থাকি। উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক, এলাকার সচেতন ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটি, স্থানীয় কাউন্সিলরসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গদের সমন্বয়ে মা সমাবেশের আয়োজন করা হবে। সনাক ও টিআইবি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতিবিরোধী কার্যক্রমকে ফলপ্রসু করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সহযোগিতার কামনা করেন।
টিআইবি’র রাজন চন্দ্র দে’র উপস্থাপনায় বিবেক প্রকল্পে প্রাথমিক শিক্ষাখাতে কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন সনাকের সাবেক আহ্বায়ক ও সদস্য প্রফেসর মনোহর আলী। মতবিনিময় সভায় সনাক সদস্য ইসমত আরা সাফি বন্যা, টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিদ্দিকি ও এসএমসি’র সভাপতি মোঃ শাহআলম মল্লিক, উত্তর তরপুরচন্ডী কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহআলম ও দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।