প্রেস বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অর্ধ বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্থানীয় পৌর পাঠাগারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ লতিফ। সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান লিটন, জামাল আখন্দ, যুগ্ম সম্পাদক অভিজিত রায়, তালহা যুবায়ের,কোষাদক্ষ মাজহারুল ইসলাম অনিক,দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, কার্যকরী সদস্য বাদল মজুমদার, এ কে আজাদ, কে এম মাসুদ, সাবেক সহ-সভাপতি সাবিত্রী ঘোষ। উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সাইফুল আজম, শেখ আল মামুন, মুহাম্মদ আলমগীর, শাওন পাটওয়ারী, কাদের পলাশ, রেজাউল করিম, এম আর ইসলাম বাবু, আব্দুস সোবহান রানা, মিজানুর রহমান রানা, এম এ আকিব, এম আই দিদার, সহযোগী সদস্য আব্দুল গফুর প্রমুখ।সভায় সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন। শীতকালী পিকনিক করার ব্যাপারে সাবিত্রী ঘোষকে আহবায়ক ও কে এম মাসুদকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি তৈরী করা হয়।