![20161001_161124](https://www.chandpurnews.com/wp-content/uploads/2016/10/20161001_161124-1024x576.jpg)
জেলা ব্র্যান্ডিং এর সুফল পাবে চাঁদপুরের জনগন
…জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলা ব্র্যাান্ডিং বাস্তবায়ন কমিটির প্রথম সভা শনিবার বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । সভায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলোয়ার হোসেন,চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন,চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর,সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম,চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মজিবুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম ,চাঁদপুর টিআইবি’র সভাপতি সাংবাদিক কাজী শাহাদাত ,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সদর উপজেলা এসি ল্যান্ড পঞ্জজ বড়–য়া, চাঁদপুর পৌরসভার শহর পরিকল্পনাবিদ মোঃ সাজ্জাত ইসলাম,চাঁদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি এম শাহীন,চাঁদপুর বারের আইনজীবি অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু,চাঁদপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি তমাল কুমার সহ কমিটির সদসবৃন্দ । সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন,সরকার ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুর জেলাকে প্রথম অনুমোদন দিয়েছে । সরকার প্রধানের সমর্থন রয়েছে । সরকার চায় ব্র্যান্ডিং জেলার সুফল যাতে সারা দেশে ছড়িয়ে পড়ে । তবে সরাসরি এর সুফল পাবে চাঁদপুর জেলার জনগন । তিনি বলেন,ডাকাতিয়া নদীর উপর ক্যাবল কার,ইকোপার্ক,মেঘনা-ডাকাতিয়ায় নৌ-বিহার,ভাসমান রেস্তোরা তেরী এবং ই-ইলিশ বাজার প্রতিষ্ঠা করা হবে । ব্র্যান্ডিং জেলা বাস্তবায়ন হলে চাঁদপুরের অর্থনীতি আমূল পরিবর্তন ঘটবে । ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে । আর এ জন্য কমিটির সকলকে কাজ করতে হবে । আমরা চাঁদপুর জেলা ব্র্যান্ডিং বাস্তবায়ন কমিটির প্রতি সপ্তাহে শনিবার সভা হবে ।