বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন গঠন করা হয়েছে তা জানতে হবে। আর্দশ নিয়ে দল পরিচালনা করতে হবে। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে ৭১ এ যুদ্ধ করেছিল। আদর্শ না থাকলে দেশ ও জাতি কারো কাছে কিছু আশা করতে পারে না। তিনি আরও বলেন, নতুন প্রজন্ম কে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তাদের কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই পড়তে হবে । মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বঙ্গবন্ধুর আদর্র্শিক সৈনিক হিসাবে দেশের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করবে ।জেলা পর্যায়ে জেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ডের সাথে একত্রিত হয়ে কাজ করছে জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি দেলোয়ার হোসেন রতনের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, কেন্দ্রিয় কৃষক লীগের সদস্য শাহজাহান চৌকদার, জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক এম এ হাছান লিটন, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ফেরদৌস মোরশেদ জুয়েল, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি সঞ্জয় চন্দ্র শীল, জুয়েল পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ কামরুল সরকার, সাধারণ সম্পাদক মানিক বেপারী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রাইস এম এম রাসেল প্রমূখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি মামুন মজুমদার, সহ সম্পাদক তালুকদার মোঃ ওয়াজিউল্লাহ, আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ন রাজা, পৌর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি রাজু আহম্মদ, বশির গাজী, সাগর ভ’ঁইয়া, যুগ্ম সম্পাদক আরিফ গাজী, সাংগঠনিক আজাদ গাজী, সদস্য বাবু মাঝি, বাদল গাজী, কালু আহম্মেদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সাধারন সম্পাদক আলমগীর তালুকদার, সহ-সভাপতি আনিছ পাটওয়ারী, খোকন রায়, মোশারফ, ফরহাদ ঢালী, কবির মাল, সফিক কবিরাজ, শরিফ মিঝি, ইসমাইল, সাগর গাজী প্রমূখ।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।