চাঁদপুর:
সারাদেশের মধ্যে স্কাউট ও গার্লস এন্ড স্কাউটে চাঁদপুর জেলা ২য় স্থান দখল করেছে। এবার চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ সংখ্যক স্কাউট অ্যাওয়ার্ড লাভ করলো চাঁদপুর জেলা স্কাউট দল। এর মধ্যে ১২ জন রাষ্ট্রপতি পদক ও ১৭ জন শাপলা অ্যাওয়ার্ড অর্জন করেছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির হাত থেকে তারা এ পদক গ্রহণ করবেন। ১২ জন স্কাউটের মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন গার্লস্ এন্ড স্কাউট। এরা হচ্ছেন: আল আমিন একাডেমীর ৬ জন, শহীদ জাভেদ মুক্ত স্কাউট গ্রুপের ৩ জন ও মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন।
শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছে ১৭ প্রাইমারী শিক্ষার্থী। এরা প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করবেন। এদের মধ্যে ১০ জন চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ৬ জন উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ১ জন মতলব উত্তরের।
জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক বলেন, এ অর্জন জেলা স্কাউটের নয়, সারা চাঁদপুরবাসীর। খুব সহসাই এরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করবেন।