স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের ট্রাকঘাট জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মো. নাসির উদ্দিন (৮৫) হজব্রত পালন অবস্থায় গত ২৯ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে..রাজিউন)। তিনি মসজিদে নববীতে মাগরিবের নামাজ আদায়রত অবস্থায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় মুসল্লিরা মাওলানা নাসিরকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল মঙ্গলবার ৩০ আগস্ট বাদ জোহর মরহুমের জানাযা শেষে জান্নাতুলবাকীতে দাফন করা হয়।
মাওলানা মো. নাসির উদ্দিন গত ২৮ আগস্ট রাতে হজব্রত পালনের উদ্দেশ্যে স্ত্রী মাহফুজা বেগমসহ সৌদি রওয়ানা করেন। পরদিন মসজিদে নববীতে পৌছে আছর ও মাগরিবের নামাজ আদায় করেন। মাওলানা মো. নাসির উদ্দিন শহরের ট্রাক রোডের বাসিন্দা। তিনি ছিলেন ২ ছেলে ও ৪ মেয়ের জনক।
এদিকে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা হাবিব উল্লাহ ২৮ আগস্ট মদিনায় ইন্তেকাল করেছেন।
তিনি স্ত্রী, ছেলে ও ছেলের বউসহ হজব্রত পালনে ২৬ আগস্ট মদিনায় পৌছান।