স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ ৪ জনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের পৃথক অভিযানে সাড়ে ১৩১ পিছ ইয়াবা সহ ৩ আসামিদের আটক করেছে। ডিবি পুলিশ শনিবার আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরন করেছে ।
জানা যায়, ডিবির ওসি মোস্তফা কামালের নেতৃত্বে এসআই ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত সাড়ে ১০ টায় কচুয়ার বলাখাল বাজারের পশ্চিম পাশে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের উপরে মাদক বিক্রিকালে ৫০ পিছ ইয়াবা সহ ইকবাল হোসেন (৩৯) ও ক্রেতা সাজু মোল্লা (৪৬) কে আটক করে।
রাত সাড়ে ১১ টার সময় বলাখাল রেল ষ্টেশনের পূর্ব পাশে সুবিদপুর রেল ব্রিজ এর নিকট মাদক হস্তান্তর করার সময় মফিজুল ইসলাম ওরফে ফেন্সি বাবা (৫০) এর শরীরে তল্লাশী চালিয়ে তার কোমর থেকে ৫০পিছ ইয়াবা উদ্ধার করে।
শুক্রবার গভীর রাতে ডিবির এসআই ইসমাইল খন্দকার পুরানবাজার পশ্চিম জাফরাবাদ সিগন্যাল টাওয়ারের নিচে থেকে ৩১ পিছ ইয়াবা সহ কামাল হোসেন (৪৫) কে আটক করে।
আটককৃতদের আদালতে প্রেরন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারগারে প্রেরন করে।