স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ ১জনকে আটক করা হয়েছে। বুধবার ডিবি পুলিশের অভিযানে ৩৪ পিছ ইয়াবাসহ শাহআলম মিজি(৪০)কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।
জানা যায়, ডিবির ওসি মোস্তফা কামালের নেতৃত্বে এসআই ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার ভোরে বাবুরহাট এলাকায় অভিযান চালায়। এসময় বাবুরহাট শিলন্দীয়া গ্রামের মৃত জলিল মিজির ছেলে শাহআলমকে ৩৪ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের আদালতে প্রেরন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করে। ডিবি পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রনে ডিবি পুলিশের অভিযান অভ্রাহত থাকবে। যারা মাদকের সাথে জরিত থাকবে তারের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।