শওকত আলী
চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঈদ উপলক্ষে বিশেষ ৬টি স্পেশাল লঞ্চ সার্ভিস এ
রুটে দেয়ার নির্দেশ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না দেয়ায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছে। প্রতিটি লঞ্চ ধারন ক্ষমতার ৩গুন বেশী যাত্রী নিয়ে উপচে পড়া ভিড়ের মধ্যে যাত্রী পাড়া পাড় করছে মারাত্বক ঝুকির মধ্যে। নৌ মন্ত্রণালয় ঢাকা-চাঁদপুর নৌপথে ঈদের পূর্বে ও পরে ৬টি স্পেশাল লঞ্চ দেওয়ার নির্দেশ দিলেও তা এ
পর্যন্ত কার্যকরী না হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর বন্দর কর্মকর্তা ও উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারের নৌ মন্ত্রণালয় যাত্রীরা যাতে নিরাপদে তাদের গন্তব্য স্থলে পৌঁছতে পারে সেজন্যে ১২ দিন পূর্বে এ রুটে ঈদ স্পেশাল লঞ্চ দেয়ার নির্দেশ দেয়। অথচ চাঁদপুরসহ গুরুত্বপূর্ণ রুটে কোন স্পেশাল লঞ্চ যাতায়াত করতে দেখা যাচ্ছে না। লঞ্চ মালিক সমিতি ও বিআইডব্লিউটিসিএর কর্তৃপক্ষ একমত হতে না পারায় স্পেশাল লঞ্চ সার্ভিস দেওয়া সম্ভব হয়নি বলে বিআইডব্লিউটিসিএর একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান। এর ফলে চাঁদপুর-ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো ধারণ ক্ষমতার ৩গুন যাত্রী নিয়ে চাঁদপুর নৌ -টার্মিনাল থেকে ঢাকা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাছাড়া নদী এখন উত্তাল। যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা যাচ্ছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।