শওকত আলী॥
ঘুর্ণিঝড়ের কারণে চাঁদপুর থেকে সব ধরনের নৌ-চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।শুক্রবার (২০ মে) সন্ধ্যার পর যাত্রীবাহী লঞ্চ কর্তৃপক্ষসহ সকল নৌ-যান মালিক ও সংগঠনের নেতৃবৃন্দকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মমকর্তা মোস্তাফিজুর রহমান জানান, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা জেলাকে ৭নম্বর বিপদ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই আলোকে চাঁদপুর থেকে রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৯টি যাত্রীবাহী লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নৌ-চলাচল বন্ধ থাকবে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিন, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় মেঘনা নদীর উপকুলীয় এলাকায় প্রায় ৪০টি চরাঞ্চল রয়েছে। এসব লোকদেরকে নিরাপদে আশ্রয় দেয়ার জন্য সকল আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এসব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের শুকনো খাবার সংগ্রহে রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
রাত ৮টায় এই বিষয়ে জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে, বলে জানান এডিসি জেনারেল।এ ছাড়া চাঁদপুরে সারাদিন থেমে বৃষ্টি হলেও কোন ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।