রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর নাগরিক সেবার মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সেবার মান উন্নয়ন নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও মহাপরিচালক গভর্ন্যান্স ইনোভেশন মোহাম্মদ আবদুল হালিম। তিনি বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তা মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করার চেষ্টা করতে হবে। আমরা সকলে মাঠ পর্যায়ে জনগনের সাথে থাকবো এটাই আমাদের প্রধান লক্ষ্য। জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামছুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহাদাত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডাক্তার রথিন্দ্রনাথ মজুমদার, প্রেস ক্লাব সভাপতি বি এম হান্নান, সাধারন সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। কর্মশালার মূল প্রতিপাদ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থপনা করেন প্রধান মন্ত্রী কার্যালয়ের জিআইও কামরুল আহসান। কর্মশালায় জেলার সকল উপজেলা চেয়ারম্যান, সরকারি বেসরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।