স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর শহরের বড় স্টেশন রোডে সি.এনজি স্কুটার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক শওকত আলীসহ ৬ জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেল সাড়ে ৪টায়। ঘটনার পর এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
জানা যায়,চাঁদপুর নিউজের বিশেষ প্রতিনিধি, চাঁদপুরে কর্মরত আলোকিত বাংলাদেশ, ঢাকাটাইমস ২৪.কম অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা চাঁদপুর জমিনের উপদেষ্টা সম্পাদক শওকত আলীসহ ৮ জন যাত্রী অটো রিক্সাযোগে শহরের বড় স্টেশন থেকে কোর্ট স্টেশনের দিকে আসছিল। হঠাৎ সিএনজি চালিত স্কুটার ও অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে উত্তর শ্রীরামদী নামক স্থানে অটো রিক্সাটি উল্টিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোরিক্সায় থাকা ৬জন যাত্রী রক্তাক্ত গুরুত্বর আহত হয়। সাংবাদিক শওকত আলী হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাক্তক আঘাতপ্রাপ্ত রক্তাক্ত জখম হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।