স্টাফ রিপোর্টার: ॥
চট্টগ্রামের ব্যবসায়ী ফজু মিয়া চাঁদপুর হতে অপহরনের ৫ দিনপর অচেতন অবস্থায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উদ্ধার হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩ টায় চট্টগ্রাম কদমতলী রেলওয়ে স্টেশনে অচেতন অবস্থায় রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাকে উদ্ধার করেছে বলে তার ভাগিনা মোঃ রাশেদ জানিয়েছেন। অপহরনের পর চাঁদপুর মডেল থানায় তার ভাই আঃ মালেক একটি সাধারণ ডায়েরী করেন শুক্রবার। বর্তমানে ফজু মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার ভাই জানান। ফজুমিয়ার ভাগিনা মোঃ রাশেদ হোসেন জানান, চট্টগ্রামের বায়েজিদ শহীদ নগর এলাকার গরু ব্যবসায়ী মোঃ ফজু মিয়া (৬০)কে গত ৩০ ডিসেম্বর চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। তার সাথে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা, তার গরুক্রয়ের রশিদসহ সবকিছু ছিনিয়ে তাকে ঢাকায় নিয়ে আটকে রাখে। পরে বয়স্ক লোক হওয়ায় অপহরণকরীরা তাকে অচেতন অবস্থায় টিকেট ক্রয় করে রোববার চট্টগ্রাম ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেন গোধুলিতে উঠিয়ে চট্টগ্রাম পাঠিযে দেয়। চট্টগ্রাম স্টেশনে গাড়ির ভিতর অচেতন অবস্থায় পড়ে থাকলে পুলিশের সহযোগিতায় এলাকাবাসী তার আত্মীয় স্বজনকে খবর দেয়। তারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপহরণের সময় তার শরীরে থাকা লুঙ্গি, পাঞ্জাবি ও গামছা খুলে রেখে তাকে শার্ট , নতুন লুঙ্গি ও সুয়েটার জাতীয় পোশাক পরিয়ে চট্টগ্রামে পাঠায়। রোববার বিকেল ৫ টায় তার ভাই আঃ মালেক জানান, তার পুরোপুরি জ্ঞান না ফিরলেও ফজু মিয়া আকার ইঙ্গিতে তাকে অনেক মেরেছে বলে জানায়। সে সঠিক কোন কথা বলতে পারছে না। উল্লেখ্য, গত বুধবার ফজু মিয়া সাতক্ষিরা থেকে গরু বোঝাই ট্রাকে করে চাঁদপুর হরিণা ফেরিঘাটে আসলে এখান থেকে সে অপহরণ হয়।