কচুয়ায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বেলা তিনটায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে শিবি্বর (১৯), মাহফুজ(১৯), নুরুল ইসলাম শুভ (১৯), আহসান হাবীব (১৯), সৌরভ (১৯), রবিউল হাসান (১৯), অনিক (১৯) ও শুভ্র চৌধুরী(১৭) কে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। তন্মধ্যে নুরুল ইসলাম শুভ, শিবি্বর, মাহফুজ ও আহসান হাবীবের অবস্থা গুরুতর।
বেশ কিছুদিন ধরে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ শাখায় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় কোন্দল চলে আসছে। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহতদের অধিকাশংই হচ্ছে সিনিয়র গ্রুপের নেতা-কর্মী। কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহিম খলিল জানান, দুই পক্ষের সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের যাতে সংঘর্ষ না ঘটে সে জন্য চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।