স্টাফ রিপোর্টার:
চাঁদপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আ.ফ.ম. মোস্তাফিজুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ আদেশ জারি করে। তাকে নেত্রকোনা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর তাকে সেখানে যোগদান করতেই হবে এমন নির্দেশনার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ নির্বাহী প্রকৌশলী চাঁদপুরে যোগদানের পর বিদ্যুতের স্বাভাবিক পরিস্থিতি ভেঙ্গে পড়ে। কর্মস্থলে নিয়মিত না থাকা ও দায়িত্বে অবহেলায় তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশ দায়িত্বহীন হয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়ে। যার খেসারত দিতে হয় চাঁদপুর শহরবাসীকে। শুধু তাই নয়, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভায়ও তিনি উপস্থিত থাকতেন না। এ নিয়ে গত মাসের সভায় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যুতের ভয়াবহ বিপর্যয়ের ক্রমাগত অবনতিতে চাঁদপুর শহরবাসী এ কর্মকর্তার উপর বেশ ক্ষুব্ধ ছিলো। তার এ বদলিতে ভুক্তভোগীসহ সুধীজনকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে।