শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে পুলিশ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পুরানবাজার সহ বিভিন্ন গ্রামগঞ্জে দানব ট্রাকট্রার দিয়ে মাল পরিবহন করছে প্রতিদিন। ব্যাপরোয়া ট্রাকট্রার চালানোর কারনে গ্রামগঞ্জের রাস্তাঘাট ব্যাপক ক্ষতিসাধন হওয়ায় জনদূরভোগ বেড়েই চলছে। জানা যায়, পুরানবাজার থেকে শত’শত বস্তা বিভিন্ন মালামাল প্রতিদিন এই দানব ট্রাকট্রারে লোড করে গ্রামগঞ্জে নিয়ে যাচ্ছে। এতে করে বর্ষার মৌসুমে রাস্তাগুলো ভেঙ্গে যাওয়ায় জনগনের চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া বাগাদি, ইচলি ,ডালিঘাট, চাঁন্দ্রা সহ বিভিন্ন এলাকায় কয়েক শত ট্রাকট্রার দিয়ে ইট পাথর বালু সিমেন্ট পরিবহন করছে। চাঁদপুরে সকল ইটভাটাগুলোতে এই দানব ট্রাকট্রারে মাটি ইট পরিবহন করে রাস্তাঘাট নষ্ট করে দিচ্ছে। প্রতিদিন চাঁদপুরে বিভিন্ন এলাকায় এই দানব ট্রাকট্রার ব্যাপোরোয়া চালানোর কারনে অনেক দূরঘটনা হয়ে অনেক পথচারি আহত হয়েছে। এছাড়া অনেক শিশুর জীবন কেড়ে নিয়েছে এই দানব ট্রাকট্রার। জেলা আইন শৃঙ্খলা মিটিং এ বেশ কয়েকবার এই ট্রাকট্রার চলাচল নিষেধ করা শত্বেও অসাধু ব্যাবসায়িরা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এই ট্রাকট্রার দিয়ে মালামাল বহন করছে। প্রতিদিন পুরানবাজার থেকে ট্রাকট্রারের চালকরা কমিউনিটি পুলিশিং এর সদস্যদের টাকা দিয়ে মালামাল দিয়ে পরিবহন করছে। বেশ কয়েকজন ট্রাকট্রার চালক জানায়, পুরানবাজারে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের টাকা দিয়ে নিরভয়ে মালামাল পরিবহন করা যায়। আর টাকা না দিলে বিভিন্ন সমস্যায় পরতে হয়। তারা পুলিশের নাম ভাঙ্গিয়ে ট্রাকট্রার চালকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
এদিকে এই দানব ট্রাকট্রার দূরঘটনায় অনেক তাজা প্রান নিভে যাওয়ায় চাঁদপুরে বেশ কয়েক জায়গায় ট্রাকট্রার চলাচল বন্ধ করতে মানব বন্ধন করেছে। তার পরেও অসাধু পরিবহন ব্যাবসায়িরা ট্রাকট্রার দিয়ে মালামাল পরিবহন করছে। প্রশাসন অভিযান চালিয়ে কঠোর পদক্ষেপ নিলে অবশেষে এই ট্রাকট্রার চলাচল বন্ধ করা সম্ভব হবে বলে সচেতন মহল মনে করছে।