চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ বিএ’র জানাজা অনুষ্ঠিত হয়েছে
রফিকুল ইসলাম বাবু**
চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ সামছুদ্দিন আহমেদ বিএ’র আজ বুধবার সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে । জানাজার পৃর্বে চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ নাছির উদ্দিন আহমেদ,চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক সফিউদ্দিন আহমেদ,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী ,মরহুমের বড় ছেলে শান্ত । পরে মরহুমের গ্রামের বাড়ী ফরিদগন্জেরে ১০নং গোবিন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের আঃ রব সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে ২য় জানাজা অনুষ্ঠিত হয়েছে । জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয় । উল্লেখ্য মঙ্গলবার দুপুরে ঢাকা আনোয়ার খান মডেল হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন । মৃত্যুকালে স্ত্রী,৬ ছেলে,৭মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন ।