রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর পৌরসভার আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৬৭ কোটি ১৬ লক্ষ ১০ হাজার ৫ শ ৭৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করেন, মেয়র নাসিরউদ্দিন আহম্মদ। এতে সরকার প্রদত্ত সহায়তা, বিভিন্ন উন্নয়নের জন্য বরাদ্দ, জলবায়ু পরিবর্তন তহবিলসহ অন্যান্য খাতে আয় ধরা হয়েছে ৬৭ কোটি ১৬ লক্ষ ১০ হাজার ৫ শ ৭৪ টাকা। একই সাথে বিভিন্ন স্থাপনা নির্মাণ, সড়ক মেরামত, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয়সহ অন্যান্য উন্নয়নে সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে। এই বাজেটে পৌরসভার নিজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৬ লক্ষ ৩৭ হাজার তিন শ ২৮ টাকা। চাঁদপুর পৌরসভার এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে শহরের বিশিষ্টজন, সাংবাদিক, পৌর কাউন্সিলার, কর্মকর্তা-কর্মচারিসহ বিপুল সংখ্যক সুধিজন উপস্থিত ছিলেন।