অভিজিত রায় ॥
চাঁদপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠান পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, এটি আমার ১১তম বাজেট ঘোষণা। আমি যখন প্রথমবার বাজের ঘোষণা করি সে সময় রাজস্ব আয় ছিল মাত্র ৪ কোটি টাকা। এ বছর পৌর সভার রাজস্ব (নিজস্ব) আয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এছরর পৌরবাসির উপর কোন প্রকার নতুন করারোপ করা হয়নি। রাজস্ব আয়, সরকারের অনুদান ও বিভিন্ন সংস্থার অনুদানের উপর নির্ভর করে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট দাড়িছে ৯ কোটি ৮৬ লক্ষ ৭৫ টাকায়। এবাজেটে উন্নয়ন ব্যায় ধরা হয়েছে সকল ক্ষেত্রের জন্য। তিনি আরো বলেন, আগামী বছরের শুরুতেই শিশু পার্ক ও বোটানিক্যাল গার্ডেনের কাজ শুরু হবে। এর জন্য ১৭ একর পরিমান জায়গা একোয়ার করা হয়েছে। শিশু পার্কের বিষয়টি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত প্রকল্প। শহরের দুটি পানি প্লান্টের কাজ শেষ হতে আগামী ৫০ বছরেরও পৌরবাসীর পানির সমস্যা হবেন।
তিনি রাস্তার ঘাটের সম্পর্কে বলেন, এবছর অতি বৃষ্টির কারনে শহরের রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। এবছরের শেষ সময়ের মধ্যে পৌর এলাকার সকল রাস্তা মেরামত করা হবে। অনেক রাস্তাই নতুন করে তৈরী করা হচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই চাঁদপুর পৌরসভা পৌরবাসীর সেবা করে যাচ্ছে। আমারা অতীতেরর ন্যায় সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়রম্যান নুরুল হক বাচ্চু মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা গোলাম কিবরিয়া জীবন, কাজী শাহাদাত, ইকরাম চৌধুরী, ইকবাল হোনে পাটওয়ারী, শহীদ পাটওয়ারী শাহ মোহাম্মদ মাকছুদুল আলম, গিয়াস উদ্দিন মিলন, কেন্দ্রীয় কষেকলীগ নেতা শাহজাজাহান চোকদার।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রশিদহাওলাদার, পৌর সচিব আবুল কালা ভূঁইয়া, প্রকৌশলী এ এইচ এম শামছুদ্দোহা, হিসাব রক্ষক মুশিউর রহমান, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান, ঢালী, সাহানাজ রহমান, হুমায়ন কবির খান, পৌর সচিব আবুল কালা ভূঁইয়া, প্রকৌশলী এ এইচ এম শামছুদ্দোহা, হিসাব রক্ষক মুশিউর রহমান, কাউন্সিলর লায়লা হাসান চৌধুরী, আয়েশা রহমান ফরিদা ইলিয়াছ, মোহাম্মদ আলী মাঝি, আবদুল লতিফ গাজী, মামুনুর রহমান, আলমগীর খান, শাহ আলম বেপারী, নাছির আহমেদ, বিল্লাল হোসেন মাঝি, নাছির আহমেদ, আলমগীর, মোঃ শাহজাহান, মাইনুল ইসলাম পাটওয়ারী, হাবিবুর রহমান, আলমগীর গাজী, খান বাহাদুর, মালেক বেপারী, সাংবাদিক মির্জা জাকির, জি এম শাহীন, জাকির হোসেন, মাসুদ আলম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সহকারী পৌর প্রকৌশলী আশুতোষ দও ও সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন বিএ সহ প্রয়াত সকল পৌর কর্মকর্তা ও কর্মচারীদের রুহের মাগফেরাম কামনায় ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।