মিজানুর রহমান রানা
সোমবার বিকেলে চাঁদপুর প্রেসকাবে সন্ত্রাসী হামলায় প্রেসকাবের ব্যাপক য়তি সাধন করেছে একদল দুস্কৃতিকারী। এ ঘটনায় প্রেসকাব নেতৃবৃন্দ সহ ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
ওইদিন চাঁদপুরের উত্তর শ্রীরামদী কাচ্চা কলোনী এলাকার মতিন পাটওয়ারীর ছেলে মিস্টার মোক্তার হোসেন (৪০) তার কন্যা মহিলা কলেজে একাদশ শ্রেণি পড়–য়া রাবেয়া আক্তার (১৭)-এর সাথে মোল্লার বাজার এলাকার আইয়ুব আলী প্রধানের ছেলে মাহবুবু হাসানের সাথে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রেসকাব কর্তৃপ থেকে প্রেসকাব মিলনায়তন ভাড়া নেয়। বিয়ে অনুষ্ঠানের পূর্বে বরযাত্রীদের খাওয়া-দাওয়া শেষে বিয়ে পড়ানোকে কেন্দ্র দুপরে মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ঘটনাস্থলে চাঁদপুর মডেল থানা
র এসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে এলে কনে প হাতজোড় করে মিনতি করে বলে, যা হবার হয়েছে। তবে সামনে কোনো সমস্যা হবে না। দয়া করে আপনারা চলে যান। দুপ পুলিশকে কিছু হবে না বলে আশ্বস্ত করলে পুলিশ চলে যায়। এর মধ্যে বিয়ে পড়ানোর সময় কাজীর হাদিয়া হিসেবে বরপরে পিতা ৫শ’ টাকা দিলে কনে পরে লোকজন কাজীকে ১ হাজার টাকা দিতে বলে। কিন্তু বরপ তাতে রাজি না হলে এ নিয়ে দুপরে মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। কাজীকে টাকা দেয়াকে কেন্দ্র কথাকাটাকাটির এক পর্যায়ে কোড়ালিয়া রোডের শাহাজাহান (সাজু)র ছেলে হৃদয় হোসেন বক্কর তার বাহিনীকে অস্ত্রশস্ত্র নিয়ে প্রেসকাবের ভেতরে প্রবেশ করে নির্বিচারে কোপাতে থাকে। এ সময় হৃদয় বাহিনীর আক্রমণে বরযাত্রী হাইমচরের রহমত উল্লাহ (৪৫), পালপাড়ার নিজামউদ্দিন (৪৭), রহমত উল্লাহ বেপারী (৪০), খোরশেদ উল্লাহ (৫৫), সিরাজ মাল (৫০) মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় প্রেসকাব সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, ওমর পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা সহ চাঁদপুরের সাংবাদিকবৃন্দ প্রেসকাবে ঘটনাস্থলে আসেন। পরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ও চাঁদপুর মডেল থানার এসআই নাজমুল হক কামাল সঙ্গীয় ফোর্স সহ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সন্ত্রাসীদের রেখে যাওয়া কিরিচ জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন জানান, যারাই হামলা করেছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।