শওকত আলী ॥
চাঁদপুর প্রেসক্লাবে মাসব্যাপী বৈশাখী আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে ফিতা কেটে বৈশাখী আনন্দ মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। এ মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজনে রয়েছেন নিউ নবরূপ টেক্সটাইল। উদ্বোধন শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলার পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল, বিশেষ অতিথি প্রেসক্লব সভাপতি বিএম হান্নান, সম্পাদক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেলাটি ২৩ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। মেলায় ১৮টি স্টল স্থান পায়। এখানে কারু শিল্প, মাটির সোপিচ, ওয়ান নিউ নব রূপা টেক্সটাইল, খেলনা সামগ্রী, শাড়ি, জুতা, কসমেটিক, ক্রোকারিজ সহ শিশুদের বিভিন্ন পন্য সামগ্রীর স্থান পেয়েছে। মেলার শুরুতেই অসংখ্য ক্রেতার উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সম্পাদক সোহেল রুশদী, সহ-সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাবেক সম্পাদক রহিম বাদশা, আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা সংবাদদাতা শওকত আলী, আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রেসক্লবের যুগ্ম সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্যাহ সহ চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।