শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নিজ গাছতলায় ডিবি পুলিশের মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানকালে ডিবির উপস্থিতি টের পেয়ে পুকুরে ঝাপ দিয়ে ইব্রাহীম শেখ (৩০) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। শনিবার বাগাদির ঈদগাহ ময়দান-খোলা পুকুরের তলদেশ থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। এলাকার শত শত উচ্ছুক জনতা ইব্রাহিমের লাশ এক নজর দেখার জন্য ময়দান খোলা পুকুর খোলায় এসে ভীড় জমায়। স-মিলের পরিচালক সফিক শেখের ছেলে ইব্রাহিমের অকাল মৃতু নিয়ে এলাকায় ব্যপক গুঞ্জন ছড়িয়ে পরে। সরেজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার রাত ৮টায় মাদক বিক্রেতা ও মাদক সেবীদের আটক করতে ডিবি পুলিশ বাগাদীর ময়দান খোলার স-মিলের সামনে অভিযান করে। এসময় ডিবি পুলিশের এএসআই আহসানুজ্জামান লাভু স মিলের পাশে দোকানের সামনে দাড়িয়ে ফোনে কথা বলছিলো। ঠিক ঐ সময়ই স-মিলের পরিচালক ইব্রাহিম শেখ ও তার কয়েকজন বন্ধু ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালায়। ইব্রাহিম শেখ দৌড়ে পালানোর সময় স-মিলের সামনে ময়দান খোলায় কাঠের গুড়ির সাথে সজোরে ধাক্কা লেগে আহত হয়ে ময়দান খোলার পুকুরে গিয়ে ঝাপ দেয়। ডিবি পুলিশ ঘটনাটি জানতে পেরে ইব্রাহিম শেখকে পুকুর থেকে ওঠে আসার জন্য অনুরোধ করে। কিন্তু ইব্রাহিম শেখ গ্রেফতার আতংকে মাঝখানে গিয়ে ডুব দিয়ে থাকার পর তার এই করুন মৃতু ঘটে বলে এলাকার স্থানীয় লোকজন জানায়। ডিবি পুলিশ সেখান থেকে চলে আসার পর ইব্রাহিম শেখ পুকুর তেকে না ওঠায় তাকে পরিবারের লোকজন খোজ করতে থাকে। শনিবার সকাল সাড়ে ৭ টায় জেলেদের জাল এনে ফেলানোর পরও তাকে উদ্ধার করা যায়নি। ময়দান খোলা এলাকার সানাউল্লার ছেলে মাসুদ অবশেষে পুকুরে মাঝকানে ডুবিয়ে তলদেশ থেকে ইব্রাহিম শেখের মৃত দেহ উদ্ধার করে। তার এ করুন মৃতুতে এলাকায় ব্যপক উত্তেজনা বিরাজ করে। খবর এএসপি হেডকোয়াটার শাকিল আহমেদ, ডিআই ওয়ান মনির, চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মহিউদ্দিন মিয়া সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, এসআই ফারুক, ডিএসবি ও এনএসআই গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইব্রাহিম শেখের পিতা সফিক শেখ ও তার পরিবারের লোকজনের কোন ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করে।
এ ব্যপারে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আমিন, জসিম,জেসমিনসহ বেশ কয়েকজন জানায় বাগাদী ইউনিয়নের ময়দান খোলা এলাকায় মাদক সেবীরা নিরাপদ স্থান হিসেবে দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছে। ময়দান খোলার পাশে সফিক মিস্ত্রির স-মিলের পিছনে মাদক সেবীরা মাদক সেবন করতো। শুক্রবার রাতে ডিবি পুলিশ অভিযানকালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক সেবীরা দৌড়ে পালায়। এসময় স-মিলের পরিচালক ইব্রাহিম শেখ ভয় পেয়ে পুকুরে গিয়ে ঝাপ দেয়। দীর্ঘ আধা ঘন্টা পুকুরে থাকার পর সে পুকুরের তরদেশে তলীয়ে যায়। নিহত ইব্রাহিম শেখ ৪ ভাই ২ বোনের মধ্যে সবার বড়। তার অকাল মৃত্যুতে পরিবারের আহাজারিতে বাতাস ভাড়ি হয়ে ওঠে।
এ ব্যপারে ডিবি পুলিশের এএসআই আহসানুজ্জামান লাভু জানায়, ঘটনার দিন রাতে স-মিলের পাশে চায়ের দোকানের সামনে দাড়িয়ে ফোনে কথা বলার সময় কয়েকজন যুবক ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালায়। এদের মধ্যে একজন পুকুরে ঝাপ দিলে তাকে উদ্ধার করতে ডিবি দীর্ঘক্ষন চেষ্টা করে। পুলিশ চলে গেলে সে পুকুর থেকে ওঠে আসবে ধারনায় ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে।