রফিকুল ইসলাম বাবু । চাঁদপুর শহরেরর পুরান বাজারে শিল্প ও বাণিজ্য মেলায় র্যাফেল ড্রর নামে জুয়াখেলা বন্ধের নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মাসুদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, স্মারক নং-০৫.৪২.১৩০০.০০৮.০৫.০২১.১৭-পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০১৭ উপলক্ষে মেলা অভ্যন্তরে বাণিজ্যিক পণ্য বিক্রির সাথে র্যাফেল ড্র এর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মেলার বাইরে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে র্যাফেল ড্রর টিকেট বিক্রি করে প্রতি রাতে ড্র অনুষ্ঠান করা হচ্ছে যা জুয়ার শামিল এবং মেলার অনুমতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। মেলার বাইরে বিভিন্ন স্থানে র্যাফেল ড্র টিকিটে বিক্রি বন্ধ করে মেলা কর্তৃপক্ষকে ৩ দিনের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। ১২ সেপ্টম্বর থেকে শিল্প ও বাণিজ্য মেল আনুষ্টানিকভাবে শুরু হয়। শুরুর ১দিন পর থেকে মেলা মঞ্চে জুয়ার ঢংয়ে লটারী ড্র অনুষ্ঠিত হয়ে আসছে। যা চাঁদপুর ক্যাবল টিভি নেটওয়ারে মাধ্যমে লাইভ সম্প্রচার করে আসছে মেলা কর্তৃপক্ষ। লটারী ড্রয়ের সময় উপস্থাক রং ঢং করে যাচ্ছে তা ভাষা ব্যবহার পূর্বক অনুষ্ঠান পরিচালনা করেন যা শিশু ও কিশোরদের অনুপ্রাণিত করবে এ ধরনের ভাষা শেখায়। প্রতিদিন লটারী টিকিট বিত্রির জন্য শতাধিকের উপর সিএনজি ও অটো বাইকে মাইক ব্যবহার করে সকাল ৬ থেকে রাত ১০টা পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচার করে লটারীর টিকেট বিক্রি করা হচ্ছে। একের পর এক প্রচার মাইকের শব্দে শহরবাসী অতিষ্ট। স্কুল ও কলেজ চলাকালীন সময়েও এ প্রচার মাইক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গিয়ে তাদের প্রচার করে যাচ্ছে। তারা হাসপতালের সম্মুখেও মাইকের সাইন্ড কমানোরা কথা ভাবছে না। জেলা প্রশাসনের এ নির্দেশনা জারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝর উঠেছে। অনেকে মন্তব্য করছে জেলা প্রশাসনের এ এক সাহসী উদ্দ্যেগ। প্রত্যেকেই ড্রয়ের নামে এ জুয়া খেলা বন্ধের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।