রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট ফাইভ ষ্টার পার্ক থেকে ৫০ জোড়া প্রেমিক জুটি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকালে তাদেরকে আটক করা হয়। জেলা পুলিশ সুপার শাছুন্নাহারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ জোড়া প্রেমিক জুটি আটক করে।
জানাযায়, চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট ফাইভ ষ্টার পার্কে ও পল্লী বিদ্যুৎ কৃতি কুঞ্জ পার্কে দীর্ঘ দিন যাবৎ স্কুল পড়–য়া ছেলে মেয়েরা, প্রবাসির স্ত্রী ও বিভিন্ন বয়সের যুবক যুবতীরা উক্ত পার্ক দুটিতে সাড়া দিন সময় কাটায়। এ সময় তারা অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অনেক অভিযোগ রয়েছে। ফাইভ ষ্টার পার্ক থেকে কপোত কপোতিদের আটকের সংবাদ আশে পাশের এলাকায় ছড়িয়ে পরলে, এ বিষয়ে স্থানীয় এলাকাবাসি অনেকে জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানায়। সেই সাথে তারা ক্ষোভ প্রকাশ করে বলে এ পার্কটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত উঠতি বয়সের ছেলে মেয়েরা স্কুল ত্যাগ করে লেখা পড়া বাদ রেখে ঝোপ জঙ্গলে অনৈতিক কাজে সময় অতিবাহিত করে। এ নিয়ে এলাকাবাসি পার্ক কর্র্তৃপক্ষকে বেশ কয়েকবার জানালেও তাদের টনক নড়েনি। উল্টো পার্ক কর্তৃপক্ষ নানা ধরনের হুমকি ধমকি প্রদান করে অভিযোগ রয়েছে। একই অভিযোগ পল্লী বিদ্যুৎ কৃতি কুঞ্জ পার্কের বিরুদ্ধে। সেখানেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠতি বয়সের ছেলে মেয়েরা স্কুল ত্যাগ করে লেখা পড়া বাদ রেখে ঝোপ জঙ্গলে অনৈতিক কাজে সময় কাটায়। এসব অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসির বক্তব্য হচ্ছে যে করেই হোক এ পার্কগুলো থেকে এ ধরনের অবৈধ কর্মকান্ড যেন বন্ধ করে দেওয়া হয়।