শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর বাবুরহাট মতলব পেন্নাই সড়কে জেলা পরিষদের সম্পত্তি দখল করে দোকান নির্মানের মহাউৎসব চলছে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানাযায়, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের মজুমদার বাড়ির জনৈক দুই ব্যাক্তি জেলা পরিষদের মৌখিক অনুমোদন নিয়েছে বলে তাদের বরাদ দিয়ে মতলব পেন্নাই সড়কের মজুমদার বাড়ির ব্রিজের সাখে প্রবাহ মান খালের পানির যাতায়েতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান নির্মান করছে। এ নিয়ে স্থানীয়রা তাদেরকে কয়েকবার বাঁধা দিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি, তিনি জেলা পরিষদের নাম ভাঙ্গিয়ে দোকান নির্মান অব্যাহত রেখেছে। অথচ সম্পতি সময়ে জেলা পরিষদের লিজ দেওয়া বন্ধ রয়েছে বলে দখলকারী সংবাদকর্মীদের জানিয়েছে।
বর্তমান জনবান্ধন সরকার যেখানে সরকারি সম্পত্তি যাতে ভূমিদশ্যরা এক তিল পরিমান ও দখল না করতে পারে, সেজন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছে। অথচ জেলা পরিষদের নাকের ডগায় জেলা পরিষদের সম্পত্তি দখল হচ্ছে। এ নিয়ে দেখার যেন কেই নেই। অসহায়ের মত এলাকায় কিছু সচেতন মহল নিরবে প্রতিবাদ করে যাচ্ছে। আর জেলা পরিষদের কর্মকর্তারা যে নীরবে দর্শকের ভূমিকা পালন করছে। এ ভাবে বাবুরহাটের মতলব পেন্নাই সড়কের জেলা পরিষেদের খাল দখল অব্যাহত থাকলে এক সময় এ এলাকা থেকে পানি নিস্কাশনের পদ একে বারে বন্ধ হয়ে যাবে বাসা বাড়ি ও বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা জানিয়েছে। এ নিয়ে তাদের মাঝে এক অজানা আতংক বিরাজ করছে।
অবৈধ দখলকারীরা বলেন, জেলা পরিষদের মৌখিক অনুমোদন নিয়ে এখানে দোকান নির্মান করা হচ্ছে। জেলা পরিষদের কয়েকজন এসে দোকান নির্মানের কাজ পরিদর্শন করেছে। তারা আমাকে মৌখিক অনুমোদন দিয়েছে। এ সময় তিনি খুব গর্ভ করে বলেন বাবুরহাট এলাকায় অনেকেই তো জেলা পরিষদের সম্পত্তি দখল করে পাকা পোক্ত করে দোকান নির্মাণ করছে। তাদের তো কিছুই হয়না, এখন আমি ও তাদের দেখায় এখানে জেলা পরিষদের সম্পত্তি দখল করে দোকান নির্মান করছি। এতে তেমন কোন প্রকার সমস্যা হবে না বলে তিনি সংবাদকর্মীদের জানান।
এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকতা শেখ মহিউদ্দিন রাসেল ও সারবেয়ার নাছির হোসেন বলেন মেঘনা ধনাগোধা খালের প্রবাহ মান সোত সচল থাকার জন্য এখানে দোকান নির্মানের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে কোন প্রকার অনুমতি দেওয়া হয়নি। যারা এখানে খালের প্রবাহ মান স্রোত প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকান নির্মান করছে, প্রর্যায়ক্রমে সকল দোকান উচ্ছেদ করা হবে।
মজুমদার বাড়ির পরিবেশ নষ্ট করে বাড়ির সামনে থেকে স্থায়ী ভাবে দোকান উচ্ছেদ করার জন্য স্থানীয়রাসহ বাড়ির লোকজন জেলা প্রশাসকসহ সকলের সুদৃষ্টি কামনা করেছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।