চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল, গম,আদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার অপরাধে ২ হাজার টাকা জমিনামা আদায় করা হয়। সোমবার (২০ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় বিপনীবাগ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাল, গম,আদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের অত্যাবশ্যকীয় ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা অপরাধে একই আইনের ১৪ ধারায় গাজী স্টোরের স্বত্ত্বাধিকারী: আব্দুল কাদের (৪৮),কে ৫শ’ টাক এবং মিজানুর রহমান(৪৮) কে একই অপরাধে ৫শ’ টাক অর্থদন্ড করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপনীবাগ বাজারে হাজী স্টোরের স্বত্ত্বাধিকারী: হানিফ(৫৮) কে চাল, গম,আদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের অত্যাবশ্যকীয় ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা অপরাধে একই আইনের ১৪ ধারায় মোতালেব ১ হাজার টাকা জরিমানা আদায় করে। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পাট অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম , পেশকার মোঃ জহিরুল ইসলাম সহ আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।