চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর লালপুর গ্রামে বালিশ চাপা দিয়ে গৃহবধূ আমেনাকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী শামীম আটক করেছে মডেল থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহরিন গৃহবধূ হত্যা কাণ্ডে জড়িত স্বামী স্বামীকে আদালতে নেওয়ার পর সে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গৃহবধূ আমেনা আক্তার হত্যাকাণ্ডের ঘটনাটি স্থানীয় দালাল চক্র আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে পুলিশকে বিভ্রান্তি করার চেষ্টা করে। অবশেষে গৃহবধূর লাশ ময়নাতদন্ত করার পর নিয়োজিত ডাক্তার আর এম ও হাসিবুল হাসানের সাথে পরামর্শ করে পুলিশ থানায় মামলা হত্যা মামলা নিয়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করে। গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনাটি অবশেষে প্রমাণিত হওয়ায় ও আসামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় নিহতের স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সে ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের প্রতিযোগিতার করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহরিন জানান, হত্যাকান্ডে জড়িত স্বামী শামীম গাজীকে বাঁচাতে এলাকার কিছু মানুষ ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সাংবাদিকদের প্রতিবেদন করার পর ডাক্তারের সাথে পরামর্শ করে এটি আত্মহত্যা নয় হত্যা হয়েছে তা নিশ্চিত করে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি শামীম গাজী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উল্লেখ্য,মাত্র দুই মাস পূর্বে বিষ্ণুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্যম চর গ্রামের এনালহক প্রধানিয়া মেয়ে আমেনা আক্তারের সাথে লালপুর গ্রামের মান্নান গাজীর ছেলে শামীম গাজী্র (২৩) বিয়ে হয়। বিয়ের দুই মাস পর গত সোমবার রাতে স্ত্রী আমেনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘাতক শামীমসহ সপরিবারে পালিয়ে গেছে। পরে স্থানীয়রা ঘাতক সামিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। কিন্তু স্থানীয় কিছু দালাল চক্র ঘটনাটি আত্মহত্যা হয়েছে বলে ভুল তথ্য প্রদান করে অবশেষে পুলিশের কাছ থেকে ঘাতক স্বামী শামীমকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপরই প্রকৃত ঘটনা উদঘাটন হওয়ার পর আবারো শামীমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে পুলিশ।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর বিষ্ণুপুর লালপুরে বালিশ চাপা দিয়ে গৃহবধূকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী শামীম আটক,
আরও সংবাদ
চাঁদপুরে নির্মাণ হবে আধুনিক নৌ-বন্দর ব্যয় শতকোটি টাকা
চাঁদপুরে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা... বিস্তারিত
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে…
মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪ টায় উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন... বিস্তারিত
গত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেড়েছে…
চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ডেঙ্গু রোগী ও এতে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায়... বিস্তারিত
আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কোচিং…
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে আগামী এক মাস সব কোচিং সেন্টার বন্ধ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।