শাহারিয়ার খান কৌশিক ॥
বাংলাদেশ সম্মলিত সাংস্কৃতিক সোসাইটি ও বিশ্ববংগ সোসাইটি (বিবিএস) এর যৌথ উদ্যোগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ও মানব কল্যানে বিশেষ অবদানের জন্য স্বীকৃত স্বরুপ চাঁদপুর মডেল থানার ্ওসি ওয়ালি উল্ল্যাহ ”মাদার তেরেসা স্বর্ন পদক-২০১৬” পুরুস্কারে ভূষিত হয়েছেন। সন্ধ্যায় ঢাকা বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে এ এ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জয়নাল আবেদিন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, যুগ্ন সচিব মশিউর রহমান, বিবিএস এর সভাপতি আবুল খায়ের মিয়া সহ অনান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য গত মাসে তিনি শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন কতৃক নেলশন ম্যান্ডেলা স্বর্ন পদকে ভূষিত হন। চাঁদপুর মডেল থানায় অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে ও জঙ্গীবাদ নিমূলে ব্যাপক অবদান রেখেছেন। এছারা চাঁদপুরের মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে শতাধিক মাদক ব্যবসায়িকে আটক করতে সক্ষম হয়েছেন। শহরের চুরি ছিনতাই রাহাজানি সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে তিনি বলিষ্ট ভূমিকা পালন করে আসছেন। মাত্র কয়েক মাস মডেল থানার দায়িত্ব্য পালন করার পর থেকেই সর্ব ক্ষেত্রে কৃত্বিত্ব অর্জন করায় তাকে মাদার তেরেসো ও নেলশন ম্যান্ডেলা স্বর্ন পদকে ভূষিত করেন।