স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর সদর মডেল থানার পুরাতন ভবন থেকে নতুন ভবনে অফিসের কার্যক্রম স্থানান্তর করা হয়েছে। ৬ এপ্রিল বুধবার বাদ আছর অফিস স্থানান্তর উপলক্ষে নতুন ভবনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আশ্রফুজ্জামান, এএসপি হেডকোয়ার্টার শাকিল আহমেদ, এএসপি সদর সার্কেল মো. নজরুল ইসলাম, মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশীদ, ডিবি পুলিশের ওসি মোস্তফা কামাল, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল থানা জামে মসজিদের ইমাম মাও. মো. ইসমাইল হোসেন। এর আগে নতুন ভবনে পুলিশ সুপার শামসুন্নাহার আসলে তাকে মডেল থানার ওসি মামুনুর রশীদের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপার ভবনের বিভিন্ন অফিস কক্ষ পরিদর্শন করেন।
ক্যাপশন ঃ চাঁদপুর সদর মডেল থানার পুরাতন ভবন থেকে নতুন ভবনে অফিসের কার্যক্রম স্থানান্তর উপলক্ষে নতুন ভবনে পুলিশ সুপার শামসুন্নাহার আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মডেল থানার ওসি মামুনুর রশীদসহ অন্যান্যরা।