স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর মডেল থানার নবাগত ওসি হিসেবে ওয়ালি উল্লার যোগদান করেছে। আজ আনুষ্ঠানিক ভাবে তিনি সাবেক ওসি মামুনুর রশিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিবেন। জানা যায়, ওসি ওয়ালি উল্লা ১৯৯২ সালে পুলিশ বিভাগে যোগদান করে সর্ব প্রথম ডিএমপিতে চাকুরী শুরু করেন। তারপর সিএমপি,এসএমপি,চট্রগ্রাম জেলা ও হাইওয়ে পূবাঞ্চলে চাকুরী করেন। তিনি ওসি হিসেবে পদোন্নতি পেয়ে ময়মনসিং জেলার নান্দাইল থানা, চট্রাগ্রাম রাগুনিয়া মডেল থানা ও সর্বশেষ চাঁদপুর হ্ইামচর থানায় চাকুরি করেন। তিনি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স,এমএ,এলএলবি পাশ করেন। ওয়ালি উল্লা কুমিল্লা জেলার বুড়িচং থানার পরিকুল পাড়া গ্রামের মৃত মিন্নাত আলীর ছেলে। সাংসারিক জিবনে তিনি ২ কন্যা সন্তানের জনক।তার পরিবার কুমিল্লায় বসবাস করেন। চাকুরি জিবনে তিনি দক্ষতা,নিষ্ঠা ও সততার সাথে কাজ করায় চাঁদপুরের পুলিশ সুপার শামছুননাহার তাকে মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব প্রদান করেন।