রফিকুল ইসলাম বাবু, ॥
ডিআইজি অফিসের নির্দেশনায় প্রতিদিন ২ঘন্টা করে চাঁদপুর মডেল থানায় সেবা গ্রহীতাদের কথা শুনবেন অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যদার একজন অফিসার। ২৬ জানুয়ারি রোববার থানায় গিয়ে দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী। এসময় তিনি থানায় আগত সেবা গ্রহীতাদের সাথে তাদের সমস্যা সম্পর্কে শুনেন। সমস্যা শুনে সেবা গ্রহীতাদের সমাধান কল্পে স্ব স্ব অফিসারদের নির্দেশনা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন ও ওসি তদন্ত হারুনুর রশিদ। এ বিষয়ে জাহিদ পারভেজ চৌধুরী বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ শ্লোগানকে সমানে রেখে মুজিববর্ষ উপলক্ষ্যে ডিআইজি অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, সে নির্দেশনা অনুযায়অ থানাযি প্রতিদিন দ্ইু ঘন্টা করে সাার্কেল এসপি পদমর্যাদার অফিসার জনগণকে পুলিশিং সেবা দিব। সাথে আইনী পরামর্শ দিচ্ছি। এটি আমাদের নিয়মিত কাজ তারপরও নির্দেশনা হচ্ছে আমরা যেন থানায় বসে জনগণকে সরাসরি সেবাগুলো নিশ্চিত করি।